E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ভূমিদস্যু আটক

২০১৪ মে ২৮ ১১:৫৪:৩৫
চট্টগ্রামে অস্ত্রসহ দুই ভূমিদস্যু আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার ছিন্নমূল এলাকায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে দুই দুর্ধর্ষ ভূমিদস্যুকে অস্ত্রশস্ত্রসহ আটক করেছে পুলিশ।

অভিযানে আটক হওয়া দু’জন হল, ভূমিদস্যু ইয়াকুব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুজন ও তাদের প্রতিপক্ষ বাহিনীর শাখা প্রধান নূর মোহাম্মদ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি এবং দু’টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম বলেন, ছিন্নমূল, জঙ্গল ছলিমপুরসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ সরকারী পাহাড়ি খাসজমি আছে। সেই জমি দখল করে গরীব লোকদের কাছে বিক্রি করে কয়েকটি ভূমিদস্যু চক্র।
জমির দখল-বেদখল নিয়ে প্রায়ই সেখানে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়ি এলাকাজুড়ে বেশ কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের আস্তানা আছে। নিয়মিত সেখানে মাদক বিক্রি, অস্ত্র বেচাকেনাসহ আরও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঘটে।

তিনি আরো জানান , সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে পুরো এলাকা ঘিরে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এসময় কয়েকজন পালাতে সক্ষম হলেও দু’জনকে আটক করা হয়েছে।

(ওএস/জেএ/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test