E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিএনজি অটোরিকশার ধর্মঘট প্রত্যাহারের দাবি

২০১৪ মে ২৮ ১২:৪৪:১২
সিএনজি অটোরিকশার ধর্মঘট প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টার : সিএনজি চালিত অটোরিকশার ধর্মঘট প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন।

মানববন্ধনে অংশ নিয়ে ড্রাইভার নেতারা বলেন, মালিকরা তাদের স্বার্থে ধর্মঘট ডেকেছেন। সেখানে আমাদের কোনো স্বার্থ নেই। তাই অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করার দাবি জানান তারা।

মালিক সমিতির ডাকা ধর্মঘটকে অবৈধ দাবি করে ঢাকা জেলা অটোরিকশা-অটো টেম্পু-মিশুক-যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ৭২ ঘণ্টা ধর্মঘটের সঙ্গে চালকদের কোনো সম্পর্ক নেই।

মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আ. মান্নান বলেন, শ্রম আইনে মালিক সমিতি কোনোভাবে ধর্মঘট ডাকতে পারে না। শ্রমিক ইউনিয়ন, শ্রম দপ্তর, বিআরটিএ, পুলিশ প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা ছাড়া ধর্মঘট ডাকা বেআইনি। গরীব শ্রমিকদের যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ৭২ ঘণ্টা ধর্মঘট আমরা মানি না।

তিনি মালিকদের কাছে জানতে চান, এই তিনদিন কী আমাদের সংসারের দায়ভার আপনারা নিবেন?

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

(ওএস/জেএ/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test