E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য

২০১৪ মে ২৮ ১৩:০৫:২৩
মদনে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য

মদন (নেত্রকোণা)প্রতিনিধি : মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজারে জনতা কারিগরি ও বাণিজ্য কলেজ থাকার কথা থাকলেও বাস্তবে তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। এই প্রতিষ্ঠানের  নামে ২০০৫ সাল থেকে ভর্তি, পরীক্ষা ফিস ও উপবৃত্তি  চালু থাকলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের কোন অস্তিত্বই নেই।

একই সাথে পৌরসভার জাহাঙ্গীরপুরে আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ প্রতিষ্ঠিত হয়। আদর্শ কলেজের অধ্যক্ষই জনতা কলেজের সকল কার্যক্রম আড়ালে চালিয়ে যাচ্ছেন। তথ্যানুসন্ধানে সরজমিনে গেলে এ ধরনের কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

ওই এলাকার রহিম মিয়া, করিম মিয়া ও নজরুল জানান, ৮/৯ বছর আগে জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের একটি সাইনবোর্ড বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ঝুলানো ছিল। ১ বছর পরেই এই সাইনবোর্ডটি লাপাত্তা হয়ে যায়। এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এখানে চালু নেই।

উক্ত প্রতিষ্ঠানগুলো জামায়াত নিয়ন্ত্রিত হওয়ায়২০০৯ সালে এমপিও ভুক্তির তালিকায় আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের নাম থাকলেও পরবর্তীতে তা বাদ পড়ে।

এ ব্যাপারে আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম গাজী জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের অস্তিত্ব হীনতার কথা স্বীকার করে বলেন, এমনিতেই মদনে কারিগরি ও বাণিজ্য কলেজের সংখ্যা কম। কারো কোন আপত্তি থাকলে কলেজটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মদ জানান, জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের কোন গৃহ নেই কিন্তু কাগজে কলমেই কার্যক্রম চলছে । এই প্রতিষ্ঠানের নামে প্রতিবছরই উপবৃত্তি দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(এএলএ/জেএ/মে ২৮,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test