E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুন্সীগঞ্জ যাচ্ছেন খালেদা, ব্যাপক প্রস্তুতি বিএনপির

২০১৪ মে ২৮ ১৩:১১:০০
মুন্সীগঞ্জ যাচ্ছেন খালেদা, ব্যাপক প্রস্তুতি বিএনপির

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বুধবার বিকেলে মুন্সীগঞ্জে বিএনপির জনসভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দেশব্যাপী গুম, খুন, অপহরণ ও দুর্নীতির প্রতিবাদে এ জনসভার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

দুপুর দেড়টায় গুলশানের বাসা থেকে রওনা হয়ে নয়াপল্টন, মৌচাক, নারায়ণগঞ্জ ও মুক্তারপুর ব্রিজ হয়ে মুন্সীগঞ্জে পৌঁছাবেন খালেদা জিয়া। জনসভা শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের পাশে হাট লক্ষীগঞ্জে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করেছে। জনসভা উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার সর্বত্র নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও জনগণের মধ্যে ব্যাপক প্রচার চালানো হয়েছে।

মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বাধা দেয়নি বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনসভাকে কেন্দ্র করে সরকারের কোনো ষড়যন্ত্র থাকলে সেটি যথাসময়ে জানা যাবে।” ইতিমধ্য জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন বলেও জানান তিনি।

বিএনপি জনসভার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছে কিনা? জানতে চাইলে রিজভী বলেন, “এখনো বাধা পাইনি। তবে সরকারের কোনো ষড়যন্ত্র থাকলে যথাসময় জানতে পারবো।”

জনসভাকে সফল করতে পৃথক পৃথক প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর বিএনপি, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও ছাত্র দল।

অন্যদিকে খালেদা জিয়ার জনসভার স্থান নিশ্চিত হওয়ার পর থেকে মুন্সীগঞ্জ শহরে বিএনপি’র কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানোর কাজে ব্যস্ত স্থানীয় নেতা-কর্মীরা। রাস্তার আইল্যান্ডগুলোতে শোভা পাচ্ছে ধানের শীষসহ শোভা বর্ধনের বিভিন্ন উপকরণ।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর সেখানে জনসভা করতে চেয়েছিল বিএনপি। কিন্তু ক্ষমতাসীন সরকার সেখানে বিএনপিকে জনসভা করতে দেয়নি। তাই খালেদা জিয়া খুন হওয়া পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ যান।

পরবর্তীতে বিএনপি নারায়ণগঞ্জের পরিবর্তে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী এমনকি মাতুয়াইল কনকর্ড মাঠে জনসভা করতে চাইলেও প্রশাসনের অনুমতি না পেয়ে করতে পারেনি। তাই মুন্সীগঞ্জের জনসভা সফল করা চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে।

বিএনপি’র দফতর সূত্রে জানা গেছে, বুধবারের জনসভা সফল করতে কেন্দ্রীয় পর্যায় থেকে ঢাকার আশপাশের জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র জানায়, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ থেকে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীর পাশাপাশি জাতীয়তাবাদ সমর্থনকারী জন-সাধারণ ওই জনসভায় উপস্থিত থাকবেন।

(ওএস/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test