E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্বতারোহনের অভিজ্ঞতা বিনিময় করবেন মূসা

২০১৪ মে ২৮ ১৩:২০:০৭
পর্বতারোহনের অভিজ্ঞতা বিনিময় করবেন মূসা

নিউজ ডেস্ক : ‘চ্যালেঞ্জ’র মুখে নেতৃত্ব’ শীর্ষক এক ‘গেস্ট লেকচার সিরিজ’ –এ প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মূসা ইব্রাহিম।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এখন থেকে প্রতিমাসে গুলশান-১ এর রোড নং- ২৪, হাউস নং ৩৫- আইজিসিসি‘তে ‘গেস্ট লেকচার সিরিজ’ অনুষ্ঠানের আয়োজন করবে এবং এতে বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন।

ঢাকায় ভ‍ারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এই সিরিজ বক্তৃতার প্রথমটির আয়োজন করেছে। এ অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য কোনো পাস বা প্রবেশপত্রের প্রয়োজন হবে না।

গেস্ট লেকচার সিরিজ-এর প্রথমটিতে বাংলাদেশের মূসা ইব্রাহিম অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে তাঁর পর্বতারোহনের অভিজ্ঞতা বিনিময় করবেন।

হিমালয়ের সর্বোচ্চ পর্বতচূড়া জয় করার পাশাপাশি মূসা ইব্রাহিম ইতোমধ্যে কিলিমাঞ্জেরো, এলব্রুস এবং কসসিউৎসকো পর্বতচূড়া জয় করেছেন। পৃথিবীর ৭টি সর্বোচ্চ পর্বতচূড়া জয় অভিযানের অংশ হিসেবেই তিনি এগুলো জয় করেছেন।

এছাড়াও মূসা ইব্রাহিম আসন্ন উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালি জয়-অভিযানের পরিকল্পনা তুলে ধরবেন। মাউন্ট ডেনালি জয়যাত্রায় মূসা ইব্রাহিমের অভিযানসঙ্গী হচ্ছেন ভারতের সত্যরুপ সিদ্ধান্ত। মূসা ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযাত্রা শুরু হবে চলতি বছরেরই জুন-জুলাইয়ে। মূসা ইব্রাহিম উপস্থিত শ্রোতাদের কাছে উত্তর আমেরিকার সর্বোচ্চ প্রথমশৃঙ্গ ডেনালি জয় অভিযানের কথা তুলে ধরবেন। এই পর্বতারোহণ অভিযানটির নাম ‘ডেনালি জয়ে প্রথম বাংলাদেশ-ভারত মৈত্রী পর্বতারোহণ অভিযান’।

(ওএস/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test