E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরেন্দ্র অঞ্চল নওগাঁয় শীত জেঁকে বসেছে

২০১৫ ডিসেম্বর ১২ ১৮:১৩:২৪
বরেন্দ্র অঞ্চল নওগাঁয় শীত জেঁকে বসেছে

নওগাঁ প্রতিনিধি : বরেন্দ্র অঞ্চল  উত্তরের নওগাঁ জেলায় শীত জেঁকে বসেছে। এতে এলাকার প্রবীণ ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে এক্ষুনি এসব ছিন্নমূল মানুষদের জন্য গরম বস্ত্রের ব্যবস্থা করতে না পারলে পরিস্থিতি দিন দিন খারাপ হওয়ায় আশংকা রয়েছে।

গত দু’দিন ধরে এ অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে গোটা আকাশ ছিল ঢাকা।

চলতি শীত মৌসুমে নওগাঁ জেলায় শীতের প্রকোপ গত ২দিন থেকে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করে। ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া এবং বৃষ্টির মত শিশিরপাত জেলার সকল শ্রেণীর মানুষকে বেশ বেকায়দায় ফেলেছে। অনেকে শীত নিবারণের প্রয়োজনীয় গরম বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। হঠাৎ শীতের আগমনের কারণে অধিক ভোগান্তির শিকার হয়েছে অতি দরিদ্র ও প্রান্তিক পরিবারের মানুষ বিশেষ করে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা।

শনিবার নওগাঁ সদরের পৌর এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে মানুষের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম। নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না বললেই চলে। যারা বের হচ্ছেন, তাদের চায়ের দোকানে ভিড় করতে দেখা গেছে।

এদিকে শীতের কারনে জেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে প্রবীন ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশী। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এবং আমাশয়ে আক্রান্ত হচ্ছে তারা। কেউ কেউ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়।

জানা গেছে, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী নওগাঁ জেলায় ২৬ লাখ মানুষ বাস করে। সে হিসাবে জেলায় ২লাখেরও বেশি প্রবীণ মানুষের বাস। এ সকল প্রবীণরা পরিবার ও সমাজে নানা বঞ্চনার শিকার হচ্ছে। প্রতি বছর শীত মৌসুমে সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রবীণদের ভাগ্যে তা কমই জোটে। আবার যে সকল শীতবস্ত্র প্রদান করা হয় তার মান নিয়েও যথেষ্ট অভিযোগ রয়েছে। এদিকে অভিজ্ঞ মহল মনে করছেন সরকারের পাশাপাশি বেসরকারী ও ব্যক্তিগত পর্যায়ে ছিন্নমুল অসহায় মানুষের কথা ভেবে এক্ষনি জরুরীভিত্তিতে গরম কাপড় বিতরণ করা জরুরী।

(বিএম/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test