E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আত্রাই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে চলছে ব্যবসা

২০১৫ ডিসেম্বর ১২ ১৮:১৫:১৭
নওগাঁয় আত্রাই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে চলছে ব্যবসা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন সালতাপুর এলাকায় আত্রাই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে অবাধে চলছে মাটির অবৈধ ব্যবসা। আর এসব করা হচ্ছে স্থানীয় এমপির লোক দাবি করে।

এভাবে অবাধে মাটি কেটে নেয়ায় ওই নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। উপজেলার কুঞ্জবন এলাকায় আত্রাই নদী থেকে দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি চক্রের সদস্যরা এলাকার প্রতিরক্ষা বাঁধ থেকে মাটি কেটে বিক্রি করছে। খাজুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দীন নেতৃত্বে এ ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে চেয়ারম্যান বেলাল উদ্দীনের ইট ভাটিতে।

ওই প্রতিরক্ষা বাঁধের দাবিদার চকশিবরামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আলিম উদ্দীন ও সাহাজাদপুর গ্রামের মহির উদ্দীনের ছেলে ভুট্টু তাদের গায়ে থাকা স্থানীয় এমপির নাম লিখা গেঞ্জি দেখিয়ে বলেন, আমরা সলিম উদ্দীন তরফদার এমপির লোক। এমপির নির্দেশে এখান থেকে মাটি কাটছি।

স্থানীয় বাসিন্দা আহসান হাবিব ও মেহেদী হাসান বলেন, এভাবে নদীর বাঁধ থেকে দেদারছে মাটি নিলে নদীর গতিপথ বদলে এলাকাবাসী ব্যাপক ক্ষতির মুখে পড়বে। কৃষি জমি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে যাবে। অভিযোগ সম্পর্কে বেলাল উদ্দীন চেয়ারম্যান বলেন, ওই জমির মালিকের কাছ থেকে আমি মাটি কিনে নিয়েছি। তাই প্রতিরক্ষা বাঁধ কিনা সেটি আমার দেখার প্রয়োজন নেই। আপনারা জমির মালিকের সঙ্গে কথা বলুন। এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে তাসকি উজ্জামান বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষটি খতিয়ে দেখা হবে।

(বিএম/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test