E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফতুল্লায় সংঘর্ষে নারী ভাইস চেয়ারম্যানসহ আহত ৫

২০১৫ ডিসেম্বর ১৩ ১৬:৫৫:৩০
ফতুল্লায় সংঘর্ষে নারী ভাইস চেয়ারম্যানসহ আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির গ্রুপ ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাতেমা মনিরসহ পাঁচ নারী আহত হয়েছেন।

উপজেলার কায়েমপুরে রবিবার সকাল ১১টায় তাদের মধ্যে দুই একর ৯৯ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এদিকে, আহত ফাতেনা মনিরসহ জমির মালিক ২৬টি পরিবার জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দীন ও জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার কাছে অভিযোগ করেন। এ সময় জমির মালিকসহ স্থানীয়রা ডিসি ও এসপি অফিসের সামনে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ফতুল্লার কায়েমপুরে দুই একর ৯৯ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে বসতি ও স্থানীয় নূরুল ইসলামের। এতে নূরুল ইসলামের পক্ষ নেন ফাইজুল ইসলাম। এ নিয়ে আদালতে একাধিক মামলাও হয়েছে। একাধিকবার বিচার-সালিশি হলেও সমাধানে আসতে পারেননি তারা। রবিবার সকাল ১১টায় ফাইজুল ইসলাম শতাধিক লোকজন নিয়ে ওই বসতি উচ্ছেদ করে সেখানে দেয়াল নির্মাণ করতে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এ সময় জোরপূর্বক জমি দখলে বাধা দিলে ফাতেমা মনিরসহ বসতি মালিকদের ওপর হামলা চালান ফাইজুল ইসলাম, মোখলেছুর, মনির হোসেন, মিশু, কাদির, হামু, নূরুল ইসলাম ও মোস্তফা বাহিনী।

এতে আহত হন ফাতেমা মনির, শাহনাজ বেগম, সাহিদা বেগম, বিলকিস বেগমসহ পাঁচজন।

ভাইস চেয়াম্যান ফাতেমা মনির বলেন, ‘এলাকার অসহায় গরিব মানুষের জমি দখলের ঘটনা শুনে আমি সেখানে যাই। সেখানে গেলে আমার ওপরও হামলা চালান ফাইজুলসহ তার লোকজন। আমার কানের দুল ছিনিয়ে নিয়ে গেছেন তারা। আমি ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমি স্থানীয় এমপির কাছে লোকজন নিয়ে যাব।’

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, শুনেছি দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test