E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাটোর পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণার

২০১৪ মে ২৮ ১৫:৫৫:০৯
নাটোর পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণার

নাটোর প্রতিনিধি : নতুন কোন কর আরোপ ছাড়াই নাটোর পৌরসভার চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরের ৪০ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার পৌরসভা মিলনায়তনে বাজেট পেশ করেন পৌর মেয়র শেখ এমদাদুল হক আল-মামুন। চলতি বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৯৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬৯৯ টাকা।

এরমধ্যে বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৬৯৯ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৯৭ হাজার ৭৭ হাজার ৬২১ কোটি টাকা। গত অর্থ বছরে বাজেট ঘোষনা করা হয় ১৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২৫৮ টাকা।

বাজেট পেশ অনুষ্ঠানে পৌর সচিব আব্দুল মতিন, হিসাব রক্ষক রাশেদুল আলম, পৌর কাউন্সিলর জাহিদুর রহমান, নরুল ইসলাম নুরু, পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক জুলফিকুল হায়দার বাবুসহ পৌর নাগরিক,সাংবাদিকসহ সমাজের বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিনে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের চলতি অর্থ বছরের ১ কোটি ১০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শেখ জহুরুল ইসলাম ভুট্র এই বাজেট পেশ করেন।

বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৫৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ ৫৭ হাজার ১৪০ টাকা। বাজেটে উদ্বৃত্ত আয় ধরা হয়েছে ৩৯ হাজার ৩৭৮ টাকা। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জয়নাল উদ্দিনসহ ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নে সোয়া কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান সরদার আফজাল হোসেন এই বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয় ১ কোটি ১১ লাখ ২২ হাজার ৪৫০ টাকা। এরমধ্যে ইউনিয়নের নিজস্ব আয় ৭ লাখ ১৩ হাজার টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৪ লাখ ৯ হাজার টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ ৯৫ হাজার ৫৭১ টাকা। উদ্বৃত্ত আয় ধরা হয়েছে ৩৭ হাজার ৮০৪ টাকা।

(এমআর/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test