E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : বাবা-ছেলের লাশ উদ্ধার

২০১৫ ডিসেম্বর ১৫ ১১:২৪:৪৬
বুড়িগঙ্গায় ট্রলারডুবি : বাবা-ছেলের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে বুড়িগঙ্গায় শনিবার ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তারপুরের কাঠপট্টি এলাকা ও বক্তাবলীর রাজাপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের মজিবুর মিয়ার ছেলে সেলিম খান (৪৫) ও তার ছেলে ইমান খান (১৫)। ওই ঘটনায় এখনো সেলিম খানের মেয়ে মৌসুমী আক্তার (১৬) নিখোঁজ রয়েছে।

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, বুড়িগঙ্গা নদীর মুক্তারপুরের কাঠপট্টি এলাকায় সেলিম খান ও বক্তাবলীর রাজাপুর এলাকায় ইমান খানের মরদেহ ভেসে উঠে। মরদেহ দু’টি উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সোমবার নিখোঁজদের মধ্যে আবদুল কাদিরের মরদেহ ভেসে উঠে। এ নিয়ে মোট তিনজনের মৃতদেহ উদ্ধার করা হলো।

শনিবার সকালে ফতুল্লার বক্তাবলীর রাধানগরে সোলেমান ওরফে লেংটা নামে এক পীরের ওরশ থেকে ফেরার পথে ৩০-৪০ জন মানুষ আলীরটেক খেয়াঘাট থেকে নারায়ণগঞ্জ আসার জন্য খেয়াপারের ট্রলারে উঠে। ওই সময়ে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ নৌ দুর্ঘটনায় পাঁচজন নিখোঁজ ছিলো। এর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test