E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৬

২০১৫ ডিসেম্বর ১৫ ১৫:৫২:৪৬
শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। জানা গেছে, এদিন ভোরে পাবনা-ঢাকা মহাসড়কে শাহজাদপুরের গাড়াদহ নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিলা, শিশু ও লছিমন চালকসহ ৮ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় নিহত আহতরা একে অপরের নিকট আত্মীয়। ট্যাংখলরী টি রাস্তার পশ্চিম পার্শ্বের খাদে পড়ে যায় এবং দুর্ঘটনার সাথে সাথেই ড্রাইভার পালিয়ে যায়।

শাহজাদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত লছিমন যাত্রীদের স্বজন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ, শাহজাদপুর থানার ইনচার্জ মোঃ রেজাউল হক ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের এই সড়ক দুর্ঘটনায় নিহত জালাল উদ্দিন (৪০) ও তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এদিন ভোরে ঢাকার গাজীপুরে একটি দাওয়াতের উদ্দেশে বাড়ি থেকে নছিমন যোগে উল্লাপাড়া রেলস্টেশনে যাওয়ার পথে গাড়াদহ নামক স্থানে ভোর ৬ টায় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরীর সাথে মুখোমুখি সংঘর্ষে এ লছিমনের ৮ জন যাত্রী নিহত ও ১৬ জন আহত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), রেনু খাতুন (৩০), ফিরোজা বেগম (২৭), অজুফা বেগম (৬০), অঞ্জনা (২৫), বন্যা (১০), মোকবেল (২৪), লছিমন চালক- সোবাহান (৩৫), আহতরা হলেন, শিশু রিয়ন (৯ মাস), মেঘলা (৬ মাস), শামসুল হক (৩৫),কোরবান মোল্লা (৩৫),শিল্পী (৩০), মোছাঃ মজিরন (৩২), চয়ন (১২),আকবর (৫৮),খোকা (৩), রেজাউল হোসেন (৩৫), ফারুক (৩৫), পূর্ণিমা (৩৫), আদুরী (২৫), বিলকিস (২২)। অপরদিকে এদিন সকালে ঢাকা থেকে পাবনাগামী একটি কোচের সাথে গাড়াদহ খেয়াঘাট নামক স্থানে সিএনজি চালিত অটো রিক্সার সাথে সংঘর্ষে অজ্ঞাতনামা এক সিএনজি আরোহী নিহত হয়েছে।

শাহজাদপুর থানার ওসি মোঃ রেজাউল হক জানান, দুর্ঘটনায় কবলিত ট্যাংকলরীর (ঢাকা মেট্রো ট-১১৭৪৬৬) সামনের ডানের চাকা ফেটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রত্যাক্ষদর্শীরা জানান, ট্যাংক লরীটির চালক বেপরোয়া ভাবে গাড়িটি চালানোর কারনে দ্রুতগামী ট্যাংকলরী টির সাথে লছিমনের মুখোমুখি সংঘর্ষেই এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা আরও জানান, ট্যাংকলরীর চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেনি।

জেলা প্রাশসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবার প্রতি ২০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্যাংলরী চালক ইউনিয়নের পক্ষ থেকে পরিবার প্রতি ২০ হাজার টাকার ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বেল্লাল হোসেন ও সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেরাজ উদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ দুর্ঘটনার পর নিহত ও আহতদের বাড়িতে ও এলাকায় চলছে শোকের মাতম।

(এআরপি/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test