E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদের সঙ্গে দুপুরে দেখা করলেন শামীম ওসমান

২০১৪ মে ২৮ ১৭:১৬:০৪
এরশাদের সঙ্গে দুপুরে দেখা করলেন শামীম ওসমান

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আজ বুধবার দুপুরে দেখা করলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে সেলিম ওসমান মনোনয়নপত্র চূড়ান্ত করতেই এই সাক্ষাৎ বলে জানা গেছে। আজই শামীম ওসমানের ভাই সেলিম ওসমান এই আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এই মনোনয়নপত্র চূড়ান্ত করতেই রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ে ছুটে যান শামীম ওসমান। সেখানে এরশাদের সঙ্গে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন শামীম ওসমান। এদিকে নারায়নগঞ্জ-৫ আসনে মনোনয়ন চূড়ান্ত করতে আজই বানানী কার্যালয়ে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ওসমান পরিবারের কাউকে মনোনয়ন দিতে এরশাদকে রাজি করাতেই শামীমের এই সাক্ষাৎ।শামীম ওসমান মনে করছেন, এই আসনটি তাঁর ভাইয়ের ছিল এবং দীর্ঘ দিন ধরে এই আসন থেকে তাঁর ভাই নাসিম ওসমান বিজয়ী হয়ে আসছেন। ওসমান পরিবার চাচ্ছে, নাসিম ওসমানের আত্মার প্রতি সম্মান দেখিয়ে আগামীতে যেন জাতীয় পার্টি ওসমান পরিবারের কাউকে এই আসন থেকে মনোনয়ন দেয়া হয়।

আজ বুধবার দুপুরে জাপার পার্লামেন্টারি বোর্ডের সভা হয়। এবং এতে নারায়ণগঞ্জ-৫ আসনে উপ-নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়া্ন্ত করার কথা রয়েছে। এই বৈঠকের ঠিক আগেই শামীম ওসমান দেখা করলেন এরশাদের সঙ্গে।

বুধবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের বিষয়ে জানানো হবে বলে জানা গেছে। এর আগে সকালে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন সেলিম ওসমান। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ‍ও সেলিম ওসমানের ভাই শামীম ওসমান উপস্থিত ছিলেন।

আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে, যাচাই-বাছাইয়ের শেষ দিন ১ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুন।

এদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নের আশায় মঙ্গলবার নারায়গঞ্জের শিল্পপতি শামীম মিয়া দলবল নিয়ে জাপায় যোগ দিয়েছেন। একইদিন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ মনোনয়নপত্র কেনেন। মসীহর প্রতি রওশন এরশাদের কড়া সমর্থন রয়েছে। আওয়ামী লীগ এই আসনে কাউকে মনোনয়ন দেবে না বলে জানা গেছে। ইতোমধ্যেই নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বিও এই আসন থেকে মনোনয়ন ক্রয় করেছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও জাপা নেতা নাসিম ওসমান মারা যাওয়ায় ওই আসনটি শূন্য হয়। এ আসনে নির্বাচন করার জন্য গতকাল পর্যন্ত ৮ জন মনোনয়নপ্রত্র কিনেছেন।

(ওএস/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test