E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদীতে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

২০১৪ মে ২৮ ১৭:৩৬:৪১
নরসিংদীতে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ডাকাতদের ছুরিকাঘাতে হাজী সুলতান খান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একই সঙ্গে ডাকাতরা নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।

বুধবার ভোরে সদর উপজেলার পশ্চিম বাসাইলে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশের পরিচয় ব্যবহার করে।

ডাকাতির শিকার পরিবারের লোকজন জানায়, ভোর তিনটার দিকে পশ্চিম বাসাইলের হাজী সুলতান উদ্দিনের বাড়িতে ৭ থেকে ৮ জনের একদল লোক পুলিশ পরিচয়ে ভিতরে ঢুকতে চায়। কিন্তু তাদের সন্দেহ হলে বাড়ির লোকজন প্রধান ফটকের তালা খুলতে অপারগতা প্রকাশ করে। এতে ডাকাতরা ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে মারধর করে জিম্মি করে। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ টি মোবাইল ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

ওই সময় গৃহকর্তা হাজী সুলতান খান ডাকাতদের একজনকে চিনে ফেলে। এতে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে চলে যায়।

নিহতের ছেলে আতিক খাঁন সাংবাদিকদের বলেন, ডাকাতদের চিনে ফেলায় তারা বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এতে আমাদের সন্দেহ ডাকাতরা দূরের নয় আশপাশের এলাকারই হবে। এই ব্যাপারে আমরা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাশেম বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিত্যাক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(এমডি/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test