E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে জাতীয় সঙ্গিত পরিবেশন

২০১৫ ডিসেম্বর ১৬ ১৯:২২:৫৫
গোপালগঞ্জে জাতীয় সঙ্গিত পরিবেশন

গোপালগঞ্জ প্রতিনিধি:বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৪টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংগীত। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের খনে এই সংগীত পরিবেশন করা হয়।

গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সিপিবি নেতা অধ্যক্ষ আবু হোসেন, জেলা আইনজিবি সমিতির সাবেক সভাপতি এ্যাভোকেট সরদার আহম্মেদ নওশের আলী, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আতিয়ার রহমান, জেলা বিএমএর সভাপতি ও মুক্তিযোদ্ধা ডাক্তার আবিদ হাসান, গোপালগঞ্জ সেক্টর কমান্ডার ফোরামের আহবায়ক মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু, জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজুসহ জেলা উদীচীর কর্মীরা উপস্থিত ছিলেন। উদীচীর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

(এমএইচএম/এসসি/ডিসেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test