E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ১ হাজার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

২০১৫ ডিসেম্বর ১৭ ১৫:১৬:৫১
নারায়ণগঞ্জে ১ হাজার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এ.কে.এম শামসুজ্জোহার সহ ধর্মিনী ভাষা সৈনিক নাগিনা জোহার উদ্যোগে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার জীবিত এবং মৃত ১ হাজার মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার নারায়নগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে মরহুম এ.কে.এম শামসুজ্জোহার যুদ্ধকালীন সংসদীয় আসন নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসন এর সহকর্মীদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের লাল সবুজের পতাকা সম্বলিত টিশার্ট ও গোপাল ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে নাগিনা জোহার পক্ষ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন।

সম্মাননা অনুষ্ঠানের আয়োজন ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার অসুস্থ্যতার কারনে উনার পক্ষে মঞ্চে উপস্থিত থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

ভাষা সৈনিক নাগিনা জোহার পক্ষ থেকে প্রয়াত স্বামী মরহুম একেএম শামসুজ্জোহার সহকর্মী ও মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে প্রেরিত বক্তব্য পাঠ করেন জাতীয় সংসদের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী।

নাগিনা জোহা তার প্রেরিত বক্তব্যে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শহীদ ও মারা যাওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শ্বশুর মরহুম খান সাহেব ওসমান আলী, স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম একেএম শামসুজ্জোহা, বড় ছেলে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ধারাবাহিকতা বজায় রেখে মেঝ ছেলে সংসদ সদস্য সেলিম ওসমান এবং ছোট ছেলে সংসদ সদস্য শামীম ওসমান এবং তাদের উত্তরসূরীরা অতীতের ন্যায় ভবিষ্যতেও সবাইকে সাথে নিয়ে নারায়ণগঞ্জবাসী এবং মুক্তিযোদ্ধাদের সহযোগীতা, স্নেহ, এবং তাদের নির্দেশনা ও প্রদর্শিত পথে থেকেই নারায়ণগঞ্জের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

উল্লেখ্য নাগিনা জোহা নারায়ণগঞ্জের ঐহিত্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠার অন্যতম ব্যক্তিত্ব ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা একেএম শামসুজ্জোহার সহ ধমির্নী এবং দশম জাতীয় সংসদের সদস্য প্রয়াত নাসিম ওসমান, সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমানের গর্ভধারিনী।

নাগিনা জোহা ১৯৩৫ সালে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার কাশেম নগরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁদের পরিবারের পূর্বপুরুষদের নামানুসারে গ্রামটির নামকরণ করা হয়। বাবা আবুল হাসনাত ছিলেন সমাজ হিতৈষী ও কাশেম নগরের জমিদার। তিনি শিল্প-সংস্কৃতির পৃষ্ঠ পোষকতায় বিশেষ সুনাম অর্জন করেন। নাগিনা জোহার বড় চাচা আবুল কাশেমের ছেলে আবুল হাশিম ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুসলীম লীগের সেক্রেটারি ও এমএলএ। চাচাতো ভাই মাহবুব জাহেদী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। ভাগ্নে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ রাজ্য সভার স্পিকার ছিলেন।

নাগিনা জোহা ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদালয়ের অধীনে মেট্টিক পাস করেন। ১৯৫১ সালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান রাজনীতিবিদ এ কে এম শামছুজ্জোহার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। স্বামীর বাড়িতে নতুন বউ হিসেবে এসেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তাঁর শ্বশুর তৎকালীন এমএলএ খান সাহিব ওসমান আলীর চাষাঢ়ার বাড়ি ‘বায়তুল আমান’ ছিল আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু।

(ওএস/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)

নারায়ণগঞ্জ

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test