E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পোষ্টারে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, অলি-গলি

২০১৫ ডিসেম্বর ১৭ ১৬:৫৭:০৬
নওগাঁয় পোষ্টারে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, অলি-গলি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর দু’টি পৌরসভার নির্বাচনে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে শহরের রাস্তা-ঘাট, অলি-গলি। দুপুর পর থেকেই শুরু হয় প্রার্থীদের মাইকে প্রচারনা।

কোন কোন প্রার্থীর মাইকে প্রচারনার বিকট ও কর্কষ শব্দে ভোটারদের কান যেন ঝালা-পালা। বেশ কিছু প্রার্থীর মাইকে প্রচারনায় ভোট প্রার্থনার ষ্টাইল যেন পাল্টে গেছে। প্রচারে নেই কোন মিষ্টতা বা বিনয়ী ভাব।

ভোটাররা বলছেন, এটি তো ভোট প্রার্থনা নয়, যেন কোন সিনেমার ভিলেনের কর্কশ ষ্টাইলে ভোট চাওয়া। শহরের রাস্তা-ঘাট, চা দোকানসহ বিভিন্ন অলিতে-গলিতে চলছে ভোটের হিসেব-নিকেশ। প্রার্থীরাও চাইছেন তারা ভোটে জিততে। তবে প্রার্থীদের প্রচারনায় বেশ তোড়জোর শুরু হলেও ভোটারদের মাঝে স্বতঃস্ফুত ভাবে ভোটের প্রভাব এখনো পড়েনি।

এদিকে নওগাঁ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও আসল লড়াই হবে আওয়ামীলীগ-বিএনপির মাঝে। আওয়ামীলীগ প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষান নৌকা প্রতীকে ভোট করছেন। কর্মীদের পাশাপাশি তিনি নিজেও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ফিরছেন।

বৃহস্পতিবার শহরের বিভিন্ন দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে নৌকায় ভোট চেয়ে প্রচারনা করছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা নির্মল কৃষ্ণ সাহা, কাজি রেজাউল ইসলাম, কাজি আখতারুজ্জামান, একিউ এম ওয়াহেদুল ইসলাম খান বাদশা, বিভাস মজুমদার গোপাল প্রমুখ নেতৃবৃন্দ।

অপরদিকে বিএনপির মনোনীত নজমুল হক সনিও তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিগত দুই দফায় নওগাঁ পৌরসভায় বিএনপির চেয়ারম্যান/ মেয়র থাকায় এবার ভোটারদের মাঝে নৌকা বেশ সাড়া ফেলেছে। ঠিক এমনটিই বলাবলি করছেন সাধারন ভোটাররা।

বসে নেই সাবেক কৃষকলীগ নেতা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহাব (নারিকেলগাছ)এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম (হাতপাখা)। অপরদিকে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পদে বিপুল সংখ্যক প্রার্থী হওয়ায় কে জয়লাভ করবেন, তা অনুমান করা এই মুহুর্তে বেশ কঠিন। ভোটাররাও মুখ খুলতে চাইছেন না।

(বিএম/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test