E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের উপর হামলা ও নাশকতার মামলা

দিনাজপুরে ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

২০১৪ মে ২৮ ১৯:৫৫:২০
দিনাজপুরে ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

দিনাজপুর প্রতিনিধি : পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে দিনাজপুরে দায়েরকৃত মামলায় ৫২ জন বিএনপি ও শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। আদালত পলাতক ৩৮ জনের বিরূদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।

বুধবার দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে কোতয়ালী থানার এসআই ও পুলিশের উপর হামলা, ভাংচুর, বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান ৫২ জনের বিরূদ্ধে চার্জশীট পেশ করলে বিজ্ঞ আদালত তা গ্রহণ করে পলাতক ৩৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন। জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও মাহবুব আহমেদ, শহর বিএনপি’র সভাপতি সোলায়মান মোল্লা ও সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহর মহিলা দলের আহ্বায়িকা পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান ও সেক্রেটারী মশিউর রহমান, দিনাজপুর সরকারী কলেজ শাখা শিবিরের সভাপতি সোহেল রানা ও সেক্রেটারী আয়েতুল্লাহসহ ৫২ জনকে নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে আদালতে চার্জশীট পেশ করা হয়।
২০১৩ সালের ২৮ অক্টোবর হরতাল চলাকালীন দিনাজপুর শহরের গনেশতলা এলাকায় বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে কোতয়ালী থানার এসআই মোকলেসুর রহমানসহ ৩ পুলিশ সদস্যকে জখম করে। পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় কোতয়ালী থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।
(এটি/এএস/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test