E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাকাবের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২

২০১৫ ডিসেম্বর ১৮ ১৭:১১:০৫
রাকাবের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণীর অফিসার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএর শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মামুন এবং জয়পুরহাটের সদর থানার সাদিকুল ইসলাম।

নিয়োগ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রাবি’র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম বলেন, ওই দুইজন অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিচ্ছিলেন। পরীক্ষার হলের কর্তব্যরত শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদেরকে প্রক্টর দপ্তরে হস্তান্তর করে। পরে তাদের পুলিশে দেয়া হয়।

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাকাবের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দু’জনকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ মামলা না করলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ নবেম্বর এক শিফটের প্রশ্ন ভুলক্রমে অন্য শিফটে বিতরণের কারণে রাকাবের দ্বিতীয় শ্রেণীর অফিসার পদের এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়। ১০৮টি শূন্যপদের বিপরীতে এই পরীক্ষায় আবেদন করেছেন ৩১ হাজার ১৯ জন প্রার্থী।

(আইএইচএস/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test