E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্য মেলা

২০১৫ ডিসেম্বর ২০ ১৩:১৮:৪৭
বাগেরহাটে দুই দিনব্যাপী তথ্য মেলা

বাগেরহাট প্রতিনিধি : “তথ্যই শক্তি, জানবো- জানাবো, দুর্নীতি রুখবো” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

রবিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। তথ্য মেলা উপকমিটির আহবায়ক শাহ আলম টুকুর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, টিআইবির প্রোগাম ম্যানেজার রাজেশ অধিকারী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, জেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ।

সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় দুই দিনব্যাপী এই মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ২২টি স্টল অংশ নেয়। এই মেলা আগামীকাল ২১ ডিসেম্বর বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test