E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজ অর্থায়নে সপ্তম স্কুলের কাজ শুরু করলেন সেলিম ওসমান

২০১৫ ডিসেম্বর ২০ ১৩:৫৩:৫৫
নিজ অর্থায়নে সপ্তম স্কুলের কাজ শুরু করলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর)আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ঘোষণা অনুযায়ী তার ব্যক্তিগত তহবিল থেকে সপ্তম স্কুল নির্মাণের কাজ শুরু করেছেন। সেই লক্ষ্যে আলীরটেক ইউনিয়নের কুড়েরপার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষে কাছে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। সেই সাথে তিনি স্কুলটিকে স্কুল এন্ড কলেজে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন।

এখন পর্যন্ত তিনি ৭টি ইউনিয়নে ৭টি স্কুল নির্মাণের জন্য মোট ১১ কোটি ৬২ লাখ টাকা প্রদান করেলেন।

চেক হস্তান্তরের পূর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম ওসমান স্কুলের শিক্ষার্থীদের মঞ্চে ডেকে তাদের মুখ থেকে তাদের চাহিদার কথা শুনেন। শিক্ষার্থীরা স্কুলের জন্য নতুন ভবন, খেলার মাঠ, লাইব্রেরি, কমনরুম, সীমানা প্রাচীর নির্মান ও সরকারী করন করার দাবি করেন। সেলিম ওসমান শিক্ষার্থীদের দাবি পূরনের পাশাপাশি স্কুলে একটি ডিজিটাল কম্পিউটার স্থাপন করার ঘোষণা দেন।

গত ২০১৪ সালের ২৬ জুন উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদস সদস্য নির্বাচিত হওয়ার পর সেলিম ওসমান নিজ অর্থায়নে নিজ নির্বাচনী এলাকার আওতাধীন ৭টি ইউনিয়নে ৭টি স্কুল নির্মানের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণা অনুযায়ী গোগনগর, বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মদনপুর, মুছাপুর ইউনিয়নে ৬টি স্কুলের নির্মান কাজ চলমান রয়েছে। আগামী জানুয়ারীর মাসের প্রথম দিন থেকে ওই সকল স্কুলে পাঠ দান শুরু করার ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি।

কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিরি সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার আওলাদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য ইতোমধ্যে সেলিম ওসমানের ঘোষণা অনুযায়ী তার নির্বাচনী এলাকার আওতাধীন ৬টি ইউনিয়নে নির্মানাধীন স্কুল গুলোর মধ্যে মুছাপুরে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন হাই স্কুলে ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার, বন্দর ইউনিয়নে নাসিম ওসমান মডেল হাইস্কুলে ২ কোটি ২৫ লাখ, কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ২৫ লাখ টাকা, গোগনগর ইউনিয়নে পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৭৫ লাখ, মদনপুর ইউনিয়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৪০ লাখ টাকা, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ৫০ লাখ, ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ১ কোটি টাকা প্রদান করা হয়েছে।


(ডিসি/এস/ডিসেম্বর২০,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test