E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় আচরণ বিধির তোয়াক্কা করছেন না প্রার্থীরা

২০১৫ ডিসেম্বর ২০ ২০:২৫:৫২
বড়লেখায় আচরণ বিধির তোয়াক্কা করছেন না প্রার্থীরা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের বড়লেখায় পৌর নির্বাচনের মেয়র, সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আচরণ বিধির তোয়াক্কা করছেন না। পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ছেয়ে গেছে পুরো শহর। নির্বাচনী প্রচারণায় আইনি বাঁধা নিষেধ না মেনে এসব পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল লাগানো হচ্ছে

দেয়াল, বেড়া, যানবাহন, বিদ্যুতের খুঁটি এমনকি ব্যক্তিগত সীমানা প্রাচীরেও। পৌর নির্বাচন সংক্রান্ত প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক আইনিভাবে বাঁধা নিষেধ ও নির্দিষ্ট স্থান ব্যতিত পোস্টার-লিফলেট লাগানো নিষিদ্ধ থাকলেও আইনী বাঁধা নিষেধ না মেনে শহরের বিভিন্ন জায়গার দেয়াল, বেড়া, যানবাহন, বিদ্যুতের খুঁটি, সীমানা প্রাচীরে লাগানো হচ্ছে এসব পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল।

নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপনে কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল পৌরসভা এলাকাভূক্ত স্থাপনা সমূহের দেয়াল এবং যানবাহানে কোন প্রকার পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল না লাগানোর নির্দেশনা রয়েছে। তবে ভোটকেন্দ্র ব্যতিত পৌরসভা এলাকাভূক্ত যে কোন স্থানে পোস্টার এবং লিফলেট বিলি করতে পারবেন বা হ্যান্ডবিল ঝোলানো বা টাঙ্গানোর কথা উল্লেখ আছে। এর বাইরে নির্বাচনী প্রচারণার আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচনী ধারায় কারাদ- ও অর্থদ-ে দ-িত করার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার ভিন্নরূপ।

সরেজমিনে বড়লেখা পৌরসভার নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, পৌর নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ভরে গেছে শহরের প্রধান সড়ক ও অভ্যন্তরীণ সড়কের অলি-গলি। পৌর শহরের হাটবন্দ, দরগাবাজার, পাখিয়ালা, মহুবন্দ, উত্তর বাজার, দক্ষিণবাজারসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধিন পাকা দেয়াল, বেড়া, যানবাহন, দোকান এমনকি ব্যক্তিগত সীমানা প্রাচীরেও পোস্টার ছাটানো রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন অনেক ভোটার জানান, এসব পোস্টার, লিফলেট লাগানোর ক্ষেত্রে আইনী বাধ্য-বাধকতা ও নির্বাচন কমিশন কর্তৃক আচরণ বিধি থাকলেও অনেক প্রার্থী তা মানছেন না। এতে শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহাকারী রিটার্ণিং অফিসার বাবলু সুত্রধর জানান, প্রত্যেক প্রার্থীকে শনিবার রাতে মোবাইল ফোনে দেয়ালে ছাটানো পোস্টার তুলে ফেলতে এবং আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা চালাতে প্রাথমিকভাবে নিদের্শ দেয়া হয়েছে। শীঘ্রই আচরণ বিধি লঙ্গনকারী প্রার্থীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।


(এলএস/এস/ডিসেম্বর২০,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test