E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুলতানপুরে নিতাই-গৌর ভজন মন্দিরে বাৎসরিক উৎসব শুরু

২০১৫ ডিসেম্বর ২১ ১৬:৫৬:৫৩
সুলতানপুরে নিতাই-গৌর ভজন মন্দিরে বাৎসরিক উৎসব শুরু

নওগাঁ প্রতিনিধি : সোমবার সকালে নওগাঁ শহরের সুলতানপুর মহল্লায় শ্রীশ্রী নিতাই-গৌর ভজন মন্দির প্রাঙ্গনে (হা-গৌরাঙ্গ মন্দির) ১০৮ শ্রীমৎ বংশীদাস গোস্বামী বাবা মহারাজের ১ম তিরোভাব উৎসব উপলক্ষ্যে ২৪ প্রহরব্যাপী হরিবাসর শুরু হয়েছে।

বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন এবং মধ্যাহ্নে শ্রীশ্রী গৌর-গোবিন্দের ভোগরাগ অন্তে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে। হা-গৌরাঙ্গ শ্রীনাম সংকীর্তন এবং তারকব্রহ্ম নাম সংকীর্তন পরিবেশন করছেন, খুলনার শ্রী কমলকৃষ্ণ সম্প্রদায়, পাবনার শ্রী জয়গুরু সম্প্রদায়, নড়াইলের শ্রী রাধা-গোবিন্দ সম্প্রদায়, মাগুড়ার আদি শ্রী গুরু সম্প্রদায়, সিরাজগঞ্জের শ্রী পাগল নাথ সম্প্রদায় ও নওগাঁর শ্রী সনাতন সংঘ।

(বিএম/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test