E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবেশ বান্ধব চুলা নিয়ে ৩ দিন ব্যাপী মেলা শুরু

২০১৫ ডিসেম্বর ২২ ১৭:১৪:৫১
পরিবেশ বান্ধব চুলা নিয়ে ৩ দিন ব্যাপী মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে ও সচেতনতার লক্ষে তিন দিন ব্যাপী একক চুলা মেলা শুরু হয়েছে। রবিবার বাগেরহাটর স্থানীয় একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এক কর্মশালায় মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, ইউএসএআইডির’র প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম, উদয়নের নির্বাহী পরিচালক সেখ আসাদ ও সুপ্তি উন্নয়ন মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জীমি মন্ডল প্রমুখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা, এনজিও, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশের আয়োজনে ও ইউএসএআইডির’র সহযোগিতায় স্থানীয় স্বাধীনতা উদ্যানে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর বিকেলে।

আয়োজকরা জানান, পরিবেশ বান্ধব এই চুলা ব্যবহারে জ্বালানী খরচ কমবে, স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভুমিকা রাখবে। ভেনাস চুলা সোলার প্যানেল দিয়ে একটি লাইট জ্বালানে ও মোবাইল চার্জ দেওয়া যাবে। তাই এই পরিবেশ বান্ধব চুলা ব্যবহারের প্রতি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test