E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভারতীয় নাগরিকের পা বাঁধা লাশ উদ্ধার

২০১৫ ডিসেম্বর ২২ ১৮:২৭:২৭
বাগেরহাটে ভারতীয় নাগরিকের পা বাঁধা লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার একটি চিংড়ি ঘের থেকে গোলক সরকার (৪৮) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের ছোট পোদ্দারের চিংড়ি মাছের ঘের থেকে পা বাঁধা ও ইটে চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলক সরকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তরচব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামের প্রললাদ সরকারের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদার জানান, গোলক সরকার ও তার জামাতা প্রসনজিৎ মন্ডল গত ১৬ ডিসেম্বর ভারত থেকে অবৈধ ভাবে প্রসনজিতের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে আসে। ১৭ ডিসেম্বর প্রসনজিতের বোনের বিয়ের পর ভোর রাতে গোলক সরকার নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি।

এঘটনার ৫ দিন পর মঙ্গলবার দুপুরে চিংড়ি ঘেরের পাড় দিয়ে সোনা নামে এক কিশোরী যাওয়ার পথে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসিকে খবর দেয়। পরে দেখা যায় লাশটি নিখোঁজ ভারতীয় নাগরিক গোলক সরকারের। পুলিশ খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত গোলক সরকারের ভারতীয় নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আরও জানান, প্রাথমিক তদন্তে নিহতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তার পা বাধা ও প্যান্টে এবং কোর্টের পকেটসহ বিভিন্ন জায়গায় ইট ভরা ছিল।

(একে/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test