E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুর মডেল থানার পিস্তল চুরি

২০১৫ ডিসেম্বর ২২ ১৮:৪৮:১৩
মাদারীপুর মডেল থানার পিস্তল চুরি

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর মডেল থানার এসআই মো. সুলতানের বাড়ি থেকেবিকেলে সরকারী পিস্তল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর মডেল থানার এসআই মো. সুলতান শহরের স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন। সোমবার বিকেলে বাড়ি খালি পেয়ে চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরা ঘরের আলমারি ভেঙ্গে গুলি ভরা সরকারী পিস্তল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূলবান জিনিসপত্র নিয়ে গেছে।

এ ব্যাপারে মডেল থানার এসআই মো. সুলতানের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ সরকারী পিস্তল চুরির ঘটনাটি নিশ্চিত করে বলেন উদ্ধারের চেষ্টা চলছে।




মাদারীপুরের আরো সংবাদ


শিবচরে ইয়াবাসহ একজন আটক


মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীর পাড় থেকে ১২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচর থানার এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়।
এ সময় ঐ উপজেলার দ্বিতীয় খন্ড নদীর পাড় এলাকা থেকে দেলোয়ার আকনকে (৩৯) ১২০ পিচ ইয়াবাসহ আটক করে।

আটক দেলোয়ার আকন শরিয়াতপুর জেলার জাজিরা থানার সেনেরচর ইউনিয়নের চরকৃষ্ণনগর গ্রামের মৃত রহমান আকনের ছেলে বলে পুলিশ জানায়।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার পুলিশ দ্বিতীয়াখন্ড নামক এলাকা থেকে ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক দেলোয়ার আকন একজন মাদক ব্যবসায়ী।


কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে কাউন্সিলর প্রার্থীর অভিযোগ


মাদারীপুর পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থী অপর এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনসহ কয়েকটি অভিযোগ রিটার্নিং কর্মকর্তা কাছে দাখিল করেছেন। মঙ্গলবার সকালে মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নাঈমনুর রহমান তন্ময় ভুইয়া রিটার্নিং কর্মকর্তা পারভেজ রায়হানের কাছে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাহিদুজ্জামান অমিত ভুইয়ার বাবা অহিদুর রহমান ভুইয়া’র বিরুদ্ধে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৮’শ টাকা ঋণ রয়েছে। যার গ্যারান্টার বর্তমান ঐ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাহিদুজ্জামান অমিত ভুইয়া।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, ঐ প্রার্থী নাহিদুজ্জামান অমিত ভুইয়ার রিটার্নিং কর্মকর্তার কাছে জমাকৃত বিসিএস অনার্স ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ার ও এইচএসসি পাশের সনদ ভুয়া দাখিল করেছেন।

এছাড়া সোমবার সকালে মো. নাঈমনুর রহমান তন্ময় ভুইয়া’র উপর হামলা চালিয়ে অফিসে ভাংচুর করা হয়েছে বলেও এমন একটি আলাদা অভিযোগ একই সময় দাখিল করা হয়েছে।
মাদারীপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা পারভেজ রায়হান বলেন, ‘এখন আর প্রার্থীর বৈধতা বাতিল করার সুযোগ নেই। প্রার্থীর বৈধতা একমাত্র এখন বাতিল করার ক্ষমতা রাখে কোর্ট। আপিল করার সময়ে যদি তারা এ সকল অভিযোগ করতেন, তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া যেত। আর কাউন্সিলর প্রার্থী মো. নাঈমনুর রহমান তন্মম ভুইয়া উপর হামলা ও তার অফিসে ভাংচুরের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’

(এএ/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test