E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ থাকে : টুকু

২০১৫ ডিসেম্বর ২২ ২১:০৬:০১
বিএনপির আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ থাকে : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ থাকে। বিএনপির আমলে মন্দির,শ্মশানসহ ধর্মীয় উপসনালয়ের উন্নয়ন বেশি হয়েছে।

অন্যদিকে আওয়ামীলীগের নেতা কর্মীদের দ্বারা সংখ্যালঘুরা নির্যাতিত বেশি হয়েছে। মঙ্গলবার রাতে তার বাসভবনে পৌরসভা নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে,শ্মশানের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আমার উদ্যোগে শারদীয় দূর্গা পুজা নতুনভাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন পৌরসভা নির্বাচনের মাধ্যমে জনগন এসব নির্যাতনের জবাব দিবে। তিনি সিরাজগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এ্যাডঃ মোকাদ্দেছ আলী বলেন, আমি ক্ষমতা গ্রহন করার সময় পৌরসভা সাড়ে ৭ কোটি টাকা দেনা ছিলো। এক বছরের মধ্যে সব দেনা পরিশোধ করে প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। তিনি উন্নয়ন কাজ অব্যহত রাখতে ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের জন্য সকলের কাছে আবেদন করেন।

মত বিনিময়সভায় অন্যান্যের মধ্যে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অমর কৃষ্ণ দাস বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএস/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test