E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরপেক্ষপরিবেশ রক্ষা করতেই  হবে'

২০১৫ ডিসেম্বর ২৪ ১৯:৪৪:২০
নিরপেক্ষপরিবেশ রক্ষা করতেই  হবে'

জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে জেলার উচ্চপদস্থ নির্বাচন কমিশনের কর্মকর্তা, সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ৯ এর উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের উপস্থিতিতে মেয়র, কাউন্সিলার ও সংরক্ষিত কাউন্সিলার প্রার্থীসহ জকিগঞ্জ উপজেলার গণপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যেই হউক অবাধ সুষ্ট, নিরপক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষা করতেই হবে। কোন ধরণের প্রভাব বিস্তার, স্বজন প্রীতি ও ভয় ভীতির অভিযোগ সহ্য করা হবেনা। নির্বাচনে প্রার্থীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্নে সকল প্রার্থীকে সমান চোখে দেখা হবে।

সভাপতি, প্রধান ও বিশেষ অতিথি উল্লেখ ছাড়াই ব্যতিক্রমী এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে বলেন নির্বাচন কমিশনের এ ম্যাসেজটি দিতে এসেছি, যে কোন মূল্যেই ভোটের বাক্স অক্ষত রাখা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভোট কেন্দ্রে ফলাফল বিবরণী দিয়ে আসার নির্দেশনা দিয়েছেন তিনি প্রিসাইডিং অফিসারদের।

স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, কোন প্রার্থী বিনা ভোটে বিকল্প পথে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন। সভায় আরও বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম, র‌্যাব ৯ এর উপ পরিচালক মেজর ফখরুল ইসলাম খাঁন, জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম খাঁন, উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বেরুল ইসলাম, ওসি শফিকুর রহমান খাঁন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী আব্দুল মালেক ফারুক, আওয়ামলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ, খেলাফত মজলিস প্রার্থী জাফরুল ইসলাম, আওয়ামীলীগ প্রার্থী হাজী খলিল উদ্দিন, বিএনপি প্রার্থী বদরুল হক বাদল, স্বতন্ত্র প্রার্থী হিফজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থীর পক্ষে জোসনা বেগম, কাউন্সিলার প্রার্থী মোস্তাক আহমদ, আতাউর রহমান, দেলোয়ার হোসেন নজরুল প্রমুখ।



(এসকেপি/এস/ডিসেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test