E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুদকে নিয়োগ, মামলা দায়ের-প্রত্যাহার সবই রাজনৈতিক : টিআইবি

২০১৪ মে ২৯ ১৪:০৯:০৩
দুদকে নিয়োগ, মামলা দায়ের-প্রত্যাহার সবই রাজনৈতিক : টিআইবি

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে। মামলা দায়ের এবং প্রত্যাহারও হয় রাজনৈতিক বিবেচনায়।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

অনুষ্ঠানে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় উঠে আসা তথ্যের আলোকেই এ প্রতিবেদন করা হয়েছে বলে এতে বলা হয়।

প্রসঙ্গত, গত বুধবার দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু টিআইবির সমালোচনা করে বলেছিলেন, টিআইবি বিদেশ থেকে টাকা এনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাদের এসব কাজের স্বচ্ছতা কি? সময় আসবে টিআইবির মুখোশ উন্মোচন করা হবে।

দুদক কমিশনারের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের ওয়েবসাইটে আমাদের আয় ব্যয়ের হিসাব রয়েছে।’

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘টিআইবি দুর্নীতি দমন কমিশনের সহায়ক শক্তি। দুদক শক্তিশালী হোক এটাই টিআইবি চায়। কোনো অনিয়ম দুর্নীতি পেলে দেরি কেন, আজই মামলা করুন।’

টিআইবি নির্বাহী আরো বলেন, ‘সমালোচনা করার কারণে যদি টিআইবিকে হেনস্থা করা হয় তবে তা হবে অন্যায়। তথ্য অধিকার আইনে কারো সমালোচনা করা অন্যায় নয়। উদ্দেশ্যমূলকভাবে কিছু করার দুদক বা সরকারের ক্ষমতা নেই।’

প্রতিবেদনে দুদক ছাড়াও নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সফলতা ও ব্যর্থতার দিক তুলে ধরা হয়।

প্রতিবেদন পাঠ করেন টিআইবি রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের শাম্মী লায়লা ইসলাম ও সাধন কুমার দাস। এতে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test