E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় বারের জায়গা জবর দখল, ১৪৪ ধারা জারী

২০১৪ মে ২৯ ১৪:৪০:৫৪
কুষ্টিয়ায় বারের জায়গা জবর দখল, ১৪৪ ধারা জারী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জায়গা জবর দখল করে পাকা স্থাপনা গড়ে তুলছে স্থানীয় সন্ত্রাসীরা। গত দু’সপ্তাহ ধরে অবৈধভাবে কুষ্টিয়া শহরের এনএস রোডের কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পুরাতন বারের জায়গা দখল করে পাকা ঘর করে চলেছে ওই চক্রটি। এতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নিকট থেকে লিজ গৃহিত ব্যক্তিবর্গরা তাদের বৈধ সম্পত্তি হারাতে বসেছে। দীর্ঘ ২৭ বছর যাবৎ লিজ গ্রহণ করে প্রতি মাসে ভাড়া দিয়ে আসলেও লিজ গ্রহীতারা সন্ত্রাসীদের দাপটে ওই সম্পত্তি বেহাত হতে বসেছে।

জানা যায়, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কুষ্টিয়া শহরের এন এস রোডের কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির পুরাতন বারের জায়গা স্থানান্তরিত হয়ে কুষ্টিয়া মজমপুর মৌজার কোটপাড়ায় গেলে সেখানে অনেক সম্পত্তি পতিত অবস্থায় থাকে। সে সময় জেলা আইজীবী সমিতির কর্তৃপক্ষ ওই সম্পত্তি বিভিন্ন ব্যবসায়ীদের নিকট লিজ প্রদান করেন। লিজ গ্রহীতারা অনেকেই নিজ খরচে দোকানপাট তৈরি করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলো। অনেকের জায়গা ভরাট করে ঘিরে রাখে। তারা ওই সম্পত্তির ভাড়া নিয়মিত পরিশোধ করে আসছে। কিন্তু সম্প্রতি কুষ্টিয়া শহরের কিছু চিহিৃত সন্ত্রাসী বারের জায়গা ও লিজ গ্রহীতাদের জায়গা জবর দখল করে ঘর তৈরি করছে। এ ব্যাপারে লিজ গ্রহীতারা তাদের প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যার হুমকী দেয়। অবশেষে লিজ গ্রহীতারা আদালতের স্মরণাপন্ন হলে কুষ্টিয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত অভিযোগকারী লিজ গ্রহীতা এস এম আলী আহসান পান্নার ১১০৮.০৫ বর্গফুট জায়গার উপর বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে শান্তিশৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেকের উপর দায়িত্ব প্রদান করেন। কুষ্টিয়া মডেল থানার ওসি থানার উপ-পরিদর্শক তহিদুল ইসলাম এর উপর দায়িত্ব দিলে তিনি বিষয়টি তদন্ত করে সেখানকার কাজ বন্ধ করে দেন। দখলকারী কুষ্টিয়া শহরের থানাপাড়ার মৃত খন্দকার হেদায়েত হোসেনের পুত্র খন্দকার হাসান ইউসুফ মিশুক, মৃত এ্যাড. বদরুদ্দোজার পুত্র পান্থ, খন্দকার বদিউজ্জামানের পুত্র এ্যাড. খন্দকার নাজমুল হক বিপু, কালিশংকরপুরের মোমিন মিয়ার পুত্র এ্যাড. রফিকুল ইসলাম সবুজ এর বিরুদ্ধে পৃথক পৃথক নোটিশও প্রদান করেন। থানা পুলিশ আগামী ১৯ জুন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে উভয় পক্ষের হাজির হয়ে দ্বিতীয় পক্ষের কারণ দর্শানোর নোটিশসহ বক্তব্য পেশ করার জন্য নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সম্পাদক নুরুল ইসলাম দুলাল জানান, ওই সম্পত্তি জেলা আইনজীবী সমিতির। একটি সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনাটি কুষ্টিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃংখলার অবনতিও ঘটতে পারে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। পরিস্থিতি শান্ত করতে প্রশাসন তদন্তপূর্বক অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এ দাবী লিজ গ্রহীতা ও আইনজীবী সমিতির।
(কেকে/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test