E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় দু’টি পৌরসভার ২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

২০১৫ ডিসেম্বর ২৭ ১৮:৪৩:৩৪
নওগাঁয় দু’টি পৌরসভার ২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নওগাঁ প্রতিনিধি : পৌরসভা নির্বাচনের মাত্র একদিন বাকী। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নওগাঁর ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটকেন্দ্রে আনসার ও পুলিশের পাশাপাশি পুলিশ ও র‌্যাবের টহল থাকছে শক্তিশালী। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সার্বিক মনিটরিং করছেন, জেলার পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম।

এদিকে নওগাঁ পৌরসভার ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং নজিপুর পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

সকল ভোট কেন্দ্রগুলোকে সমান ভাবে প্রাধান্য দেয়া হচ্ছে, জানিয়ে রির্টানিং অফিসার নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম জানান, ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

নওগাঁর দু’টি পৌরসভাতেই নারী ভোটার সংখ্যা বেশী। নওগাঁ পৌরসভার মোট ভোটার ১ লাখ ৫ হাজার ২৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫২হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ৫২ হাজার ৮৫৪ জন। অপরদিকে নজিপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৭৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ৪৫০ জন।

ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করণের ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন, অস্ত্র উদ্ধার, নাশকতার সঙ্গে জড়িতসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার চলছে।

আগামীতে এই অভিযান আরো জোরদার করার পাশাপাশি নির্বাচনে কেউ আধিপত্য বিস্তার করতে পারে, এমনটি থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। রাজশাহীর র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রেজা রবিবার নওগাঁ পৌর এলাকা পর্যবেক্ষণ করেছেন।

তিনি জানান, পুলিশের সঙ্গে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব ভোটকেন্দ্রে টহল দিবে।
এদিকে রবিবার ছিলো প্রকাশ্যে নির্বাচনী প্রচারণার শেষ দিন।

কনকনে শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে। সব প্রার্থীই নানান প্রতিশ্রুতি দিয়েছেন পৌরসভার উন্নয়নে। নওগাঁ পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, বিএনপির নজমুল হক সনি, স্বতন্ত্র আবদুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শহিদুল ইসলাম। নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৬০ জন এবং তিনটি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী।

অপরদিকে জেলার পত্নীতলার উপজেলার নজিপুর পৌরসভায় ৩জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী বাবু, বিএনপির আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির আজগর আলী। নজিপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে ৩৭জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


(বিএম/এস/ডিসেম্বর২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test