E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওসমানী মেডিক্যালের চিকিৎসকদের কর্মবিরতি

২০১৫ ডিসেম্বর ২৮ ১৫:২৪:৪৬
ওসমানী মেডিক্যালের চিকিৎসকদের কর্মবিরতি

সিলেট প্রতিনিধি : অষ্টম বেতন স্কেলে ব্যাপক বৈষম্যের প্রতিবাদে প্রকৃচি-বিসিএস ও ২৬ ক্যাডার সমম্বয় কমিটির সিদ্ধান্ত অনুসারে ঘোষিত ১০ দিনের কর্মসূচির ৭ম দিনে সোমবার সারা দেশের সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালেও কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।

সোমবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এসময় জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যসব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকে। এতে করে দুর্ভোগে পড়েন রোগীরা।

ওসমানী হাসপাতালে কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন প্রকৃচি-বিসিএস ও ২৬ ক্যাডার সমম্বয় কমিটির বিভাগীয় সভাপতি ডা. রুকুন উদ্দিন আহমদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু আব্দুল্লাহ মুকুল, সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান রুমান, বিভাগীয় কমিটির সদস্য ডা. সুব্রত রায়, ডা. মুহাম্মদ রেজাউল কবির, ডা. এনামুল হক, ডা. রেজাউল ইসলাম মোনায়েম, ডা. জালাল আহমদ চৌধুরী, ডা. সুবল জ্যোতি কেনা, ডা. দেবরাজ চক্রবর্তী, ডা. চৌধুরী গোলশান আরা, ডা. মোহাম্মদ হোসেন প্রমুখ।

ওসমানী হাসপাতালের বহির্বিভাগ প্রাঙ্গনে জড়ো হয়ে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test