E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিএসপি ফিরে পাওয়ার সুযোগ আছে

২০১৪ মে ২৯ ১৫:১৭:২০
জিএসপি ফিরে পাওয়ার সুযোগ আছে

স্টাফ রিপোর্টার : জিএসপি ফিরে পাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘‘মার্কিন জিএসপি অর্থনীতি না রাজনীতি” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই।
তোফায়েল আহমেদ বলেন, জিএসপি ফিরে পেতে ১৫ এপ্রিল মার্কিন প্রতিনিধির কাছে আমরা অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছি। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জিএসপি কোনো দেশের জন্যই কার্যকর নেই। মার্কিন কংগ্রেসে অনুমোদন পেলে আবার যুক্তরাষ্ট্র জিএসপি চালু করতে পারবে। তখন বাংলাদেশ সে সুবিধা ফিরে পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে মার্কিন সিনেটরসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। সেখানেই এসব বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হবে। সরকারের পক্ষ থেকে যা যা করা আমরা তাই করব।

তোফায়েল আহমদে বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কোথাও কোন শ্রমিক অসন্তোষ নেই, শ্রমিক বিক্ষোভ নেই। শ্রমিক নির্যাতন নেই। দেশ আরেকটি রানা প্লাজা দেখতে চায় না। যারা পোশাক শিল্পমালিক এ ব্যাপারে তারা যতœবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিক রঞ্জন সেন রচিত এই বইয়ের মোড়ক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ, ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী, শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র প্রমুখ।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test