E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

২০১৫ ডিসেম্বর ২৮ ১৭:৩৩:৩৩
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নওগাঁ প্রতিনিধি :বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নিয়ে অনশন শুরু করেও প্রেমিকের বাড়িতে টিকতে পারলো না নবম শ্রেণির ছাত্রী প্রেমিকা মৌ আখতার । রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ দিয়ে পিটিয়ে তাকে প্রেমিকের বাড়ি থেকে বের করে দিল স্থানীয়  ক্যাডাররা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামে।

জানা গেছে, আত্রাই উপজেলার আহসানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সিংসাড়া গ্রামের জাম প্রামানিকের পুত্র সাজেদুল করিম (৩০) সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মৌ আখতারের সঙ্গে প্রাইভেট পড়ানোর সুযোগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক শিক্ষক ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করতো।

শনিবার দিনগত রাতে প্রেমিক শিক্ষক সাজেদুল প্রেমিকার বাড়ি পার্শ্ববর্তী বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামে গিয়ে প্রেমিকার ঘরে প্রবেশ করে। সেখানে টের পেয়ে গ্রামবাসি তাকে আটক করে। আটকের পর ওই শিক্ষক প্রেমিকা মৌকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এক পর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন রবিবার সকাল পর্যন্ত প্রেমিকের সন্ধান না পেয়ে প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের সিংসাড়া গ্রামের বাড়িতে এসে অবস্থানসহ অনশন শুরু করে। এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে কৌতুহলী জনতা ওই বাড়িতে ভিড় জমায়।

ওই মেয়েটি সাংবাদিকদের জানায়, গত প্রায় এক বছর যাবত শিক্ষক সাজেদুল বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এখন তাকে বিয়ের দাবি জানালে সে টালবাহানা শুরু করে। শুধু তাই নয়, সে অন্যত্র বিয়ে করার পাঁয়তারা করছে বলেও সে অভিযোগ করে। এ ব্যাপারে সোমবার বিকেলে প্রেমিক শিক্ষক সাজেদুল করিমের সঙ্গে তার মোবাইল ফোনে (০১৭৩৪-৬৫৬৯১৫) একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে নওগাঁ সদর সার্কেলের সিনিয়ার সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকারের সঙ্গে যোগাযোগ করলে এব্যাপারে কেউ কিছু তাকে জানায়নি বলে জানান। এদিকে পুলিশ দিয়ে পিটিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ অস্বীকার করে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে। তবে মেয়ের বাবা এসে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গেছে। সোমবার বিকেলে এ সংবাদ লেখা পর্যন্ত প্রেমিক শিক্ষক সাজেদুল পলাতক ছিল।

(ওএস/এস/ডিসেম্বর ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test