E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুপুরে নগদ অর্থ বিতরণের অভিযোগে যুবকের জেল-জরিমানা

২০১৫ ডিসেম্বর ২৯ ১৫:৪৬:৪৩
মধুপুরে নগদ অর্থ বিতরণের অভিযোগে যুবকের জেল-জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণকালে মো. আক্তার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। আক্তার হোসেন পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

মধুপুর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পোদ্দারবাড়ী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ধানের শীষের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণের সময় আক্তার হোসেন নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে তাকে মধুপুর পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভূমি) নূরে তাজনিমার সামনে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test