E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় মোটরসাইকেলসহ আটক ১

২০১৪ মে ২৯ ১৬:৩৬:১৪
শরণখোলায় মোটরসাইকেলসহ আটক ১

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ লিটন শেখ (৩২) নামের এক গাড়ি ছিনতাইকারীকে আটক করেছে। ১৯মে শরণখোলা থানার গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরির সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে খুলানা সদরের ডাকবালোর মোড় থেকে তাকে আটক করে।

তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাগেরহাট সদরের খারদার এলাকার মৃত শামছু শেখের ছেলে লিটন আন্তঃজেলা গাড়ি ছিন্তাই চক্রের সরদার (প্রধান) বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক জানান, গত ১৯ মে থানার গ্যারেজ থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা ও ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর আলমের দুটি পালসার মোটর সাইকেল চুরি হওয়ার পরে ২৪মে গাটি দুটি উপজেলার ধানসাগর ইউনিয়নের বান্দারহাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু চোরদের আটক করা যায়নি। চোর ধরতে সেই থেকে অভিযান চলতে থাকে। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার এসআই গাজী ইকবাল ও এএসআই মামুনসহ পুলিশের একটি দল খুলনার ডাকবাংলোর মোড় থেকে ছিন্তাইকৃত ১০০সিসি’র একটি ডিসকভার ও ১৮০সিসি’র একটি ফেজার মোটরসাইকেলসহ লিটন শেখকে আটক করে।
উদ্ধার হওয়া ডিসকভার গাড়িটি ২৬মে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে এবং ফেজার গাড়িটি সে বেনাপোল থেকে ছিন্তাই করে। থানা থেকে খোয়া যাওয়া গাড়ি দুটিও ওই চক্র চুরি করেছে। লিটন শেখ আন্তঃজেলা গাড়ি ছিন্তাই চক্রের সরদার বলে পুলিশের কাছে স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যদেরও আটকে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানিয়েছেন।
(একে/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test