E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মূর্তিসহ তিন প্রতারক আটক

২০১৪ মে ২৯ ১৬:৪৯:২৫
রায়পুরে মূর্তিসহ তিন প্রতারক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়ুপুরে পিতলের একটি মূর্তিসহ তিন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চরমোহনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এঘটনায় প্রতারিত হওয়া নাজমুন নাহার বেগম বাদী হয়ে থানায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

আটককৃত প্রতারকরা হলেন- খুলনার বাগেরহাট জেলার রনবিদাইপুর উপজেলার রহিমাবাদ গ্রামের শেখ বাড়ীর রায়হান মিয়ার ছেলে কবিরাজ মামুন শেখ (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার চরমন্ডল গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী জোসনা বেগম (৫০) ও তারে ছেলে সোহেল (২২)।
মামলার বাদী নাজমুন নাহার বলেন, প্রায় ৭ বছর আগে এক মহিলার মাধ্যমে কবিরাজ মামুন শেখের সাথে নাজমুন নাহারের মা শাহিদা বেগমের সাথে পরিচয় এবং তাদের পরিবার মধ্যে সর্ম্পক সৃষ্টি হয়। সে সুবাদে মামুন শেখ নাজমুন নাহারদের বাড়ীতে আসা যাওয়া করত। মামুন শেখ ওই পরিবারের কাছ থেকে স্বর্ণের মুর্তির নামে পিতলের একটি মুর্তি দেখিয়ে বড়লোক হওয়ায় স্বপ্ন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে এপর্যন্ত ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রায় ২০দিন আগে কবিরাজ মামুন তার তিন সহযোগি নিয়ে ওই পরিবারের ঘরে একটি মুর্তি রেখে চলে যায়। ১৫ দিন পর ওই মুর্তি হাতে নিলে ঘরে প্রায় ২০ কেজি স্বর্ণ পাওয়া যাবে বলেন ওই কবিরাজ। পরে ওই পরিবারটি প্রতারনার বিষয়টি বুঝতে পেরে ২ লাখ টাকার দেয়ার লোভ দেখিয়ে মঙ্গলবার রাতে কবিরাজ রায়পুর আসতে বলে। এতে কবিরাজ তার দুই সহযোগিকে নিয়ে রায়পুর আসলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মুর্তিটি উদ্ধার ও কবিরাজসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এঘটনায় পুলিশ হেফাজতে আটক প্রতারক তিনজন প্রতারনার কথা শিকার করে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে দাবি করেন।
রায়পুর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পিতলের মুর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। এঘটনায় নাজমুন নাহার বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এমআরএস/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test