E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

২০১৫ ডিসেম্বর ২৯ ১৮:৩০:১৮
নওগাঁয় বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নওগাঁ প্রতনিধি : নওগাঁ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রচারকাজে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে এবং সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ঠিক এমনই অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

শহরের কেডির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সংবাদ সম্মেলনে বলা হয়, নওগাঁয় শুরু থেকেই সরকারী দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ ভোটের প্রচারণা থেকে সরে দাঁড়ানোর চাপ প্রয়োগে করে আসছে। কয়েকদিন ধরে গভীর রাতে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে সম্মেলনে উল্লেখ করা হয় গত ২৫ ও ২৭ ডিসেম্বর মোট ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে এক বছর পূর্বের পুলিশ কর্ত্তৃক দায়েরকৃত মামলায় আসামী দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সময় নওগাঁ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মোঃ নজমুল হক সনির প্রধান নির্বাচনী এজেন্ট কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান, শহর বিএনপির আহবায়ক মোঃ নাসির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা হাফিজার রহমান হাফিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএম/এস/ডিসেম্বর২ে৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test