E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সামনের নির্বাচন প্রশ্নে এখনই আলোচনা অপ্রাসঙ্গিক

২০১৪ মে ২৯ ১৬:৫৫:৫০
সামনের নির্বাচন প্রশ্নে এখনই আলোচনা অপ্রাসঙ্গিক

স্টাফ রিপোর্টার : সামনের নির্বাচন প্রশ্নে এখই আলোচনার বিষয় অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তার দাবি, বর্তমান সরকারের ওপর চীন, জাপান, রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্রেরও পূর্ণ আস্থা রয়েছে। এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যে গতিতে এগুচ্ছে তাতেই তা প্রমাণ হয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচনের পর কূটনীতিকরা নতুন নির্বাচনের জন্য যে চাপ দিচ্ছেন এর প্রেক্ষিতে সরকার কি অবস্থান নিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন করা কালক্ষেপণ ও অপ্রাসঙ্গিক।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, জাপান হলো বাংলাদেশকে এককভাবে সাহায়তাকারী দেশের অন্যতম। অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশের প্রতি দেশটির আস্থা অনেক বেশি।

তার দাবি, প্রধানমন্ত্রীর সফর সাধারণ কোনো ঘটনা নয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল বলেই এখন এই সফর হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী চার-পাঁচ বছর .০১ সুদে বাংলাদেশকে ছয়শ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান। এই অর্থ বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল আরো একটি সেতু, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধার প্রকল্পে ব্যয় করা হতে পার।

সাম্প্রতিক গুম-খুনের ঘটনা বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, উন্নত দেশগুলো মনে করে বাংলাদেশ বিনিয়োগের উত্তম স্থান। দেশে বিনিয়োগ আসছে এবং সামনেও আসবে।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মন্ত্রণালয়ের সচিব শহীদুল হকসহ ১০৯ সদস্যের প্রতিনিধিদল নিয়ে জাপান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

(ওএস/এটিআর/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test