E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ২ মাদক ব্যবসায়ী আটক

২০১৬ জানুয়ারি ০১ ১৬:৪৫:০৮
নওগাঁয় ২ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : থার্টি ফার্স্ট নাইটে নওগাঁ শহরে বিশেষ অভিযান চালিয়ে ২১টি বিদেশি বোতলে রেকটিফাইড স্পিরিট দিয়ে তৈরি ভেজাল মদসহ সুমন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সুমনের দোকান থেকে বেলাল নামে এক রিকশা চালককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

জানা গেছে, ওইদিন রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক রাজিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের মাংসহাটির মোড়ে নিউ খোকন কনফেকশনারী দোকানে অভিযান পরিচালনা করেন। ওই দোকোনে থার্টি ফাষ্ট নাইট উপলক্ষে বিদেশি মদের বোতলে রেকটিফাইড স্পিরিট ভরিয়ে বিদেশি মদ হিসেবে বিক্রির সময় নওগাঁ সদরের জগতসিংহপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে মাদক ব্যবসায়ী সুমনকে আটক করেন।

এসময় সুমনের দেয়া তথ্য মতে শহরের চকপ্রাণ স্কুলের দক্ষিণ পাড়ায় জনৈক মিজানুর রহমান আমেজের আধাপাকা বাসায় অভিযান চালিয়ে ২১ বোতল দেশি মদ, ১শ’টি খালি দেশি মদের বোতলসহ মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারে মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা। তারা ওই বাসাকে দীর্ঘদিন ধরে মদের কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল। তারা ওই কারখানায় বিদেশি বোতলে রেকটিফাইড স্পিরিট ভরিয়ে সিলগালা করে স্থানীয় বাজারে বিদেশি মদ হিসেবে বিক্রি করে আসছিল। আটককৃত সুমনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং সন্দেহভাজন রিক্সাচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

(বিএম/এএস/জানুয়ারি, ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test