E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

২০১৬ জানুয়ারি ০২ ১৭:১৬:৩২
নওগাঁয় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসারের যোগসাজশে ৬নং ওয়ার্ডে একটি বুথেই ৯৮টি গৃহিত ভোটের ব্যালটপেপার গায়েব করে দিয়ে এক কাউন্সিলর প্রার্থীকে কৌশলে হারিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ফলে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সৃষ্ট পার্থক্যের কারনে ফলাফলের এই হেরফের হয়েছে বলেও মনে করেন মাত্র ৪৫ ভোটে পরাজিত কাউন্সিলর প্রার্থী মোঃ শরিফুল ইসলাম। তিনি মনে করেন যে ব্যালট পেপারগগুলো হারিয়েছে সেগুলো তাঁরই প্রাপ্ত ভোট ছিল। শুক্রবার রাতে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে মোঃ শরিফুল ইসলাম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, নওগাঁ পৌরসভার ৬ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থীর মধ্যে মোঃ শরিফুল ইসলাম ছিলেন একজন কাউন্সিলর প্রার্থী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন টেবিল ল্যাম্প মার্কা নিয়ে। এই ওয়ার্ডে মোট ৪টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চকদৌলত সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ৯৮টি ব্যালট পেপার হারিয়ে গেছে বলে ভোট গননার বিবরনীতে উল্লেখ করেন প্রিজাইডিং অফিসার মোঃ তানভীর আহম্মেদ। মোঃ শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ভোট গননার সময় ব্যালটপেপারগুলো প্রতীক ভিত্তিক শর্টিং করার সময় এক পর্যায়ে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে মোঃ শরিফুল ইসলামের টেবিল ল্যাম্প মার্কা ব্যালটের ব্যান্ডিল থেকে কৌশলে এই ৯৮টি ব্যালট সরিয়ে নেয়া হয়েছে। কারন হিসেবে সংবাদ সম্মেলনে দাবী করা হয়েছে, প্রিজাইডিং অফিসার মোঃ তানভীর আহম্মেদ এবং বিজয়ী ঘোষিত প্রার্থী আব্দুল খালেক রাজিৈনতকভাবে একই মতাদর্শের মানুষ।

তিনি বলেন, মোট ৪টি কেন্দ্রের ফলাফলে মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন মোট ১৮৫৭ ভোট। বিজয়ী ঘোষিত প্রার্থী মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১৯০২ ভোট। ব্যবধান মাত্র ৪৫ ভোটের। আর হারিয়ে যাওয়া ব্যালটের সংখ্যা ৯৮টি। এদিকে ওই ৪টি কেন্দ্রের মধ্যে অন্য একটি কেন্দ্রে মাত্র ৩টি ব্যালটপেপার হারিয়েছে। সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী মোঃ শরিফুল ইসলাম হারিয়ে যাওয়া ব্যালটগুলো উদ্ধার করে ভোট পুনঃগননার দাবী জানিয়েছেন।

(বিএম/এইচআর/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test