E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর মান্দায় এমবি বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

২০১৬ জানুয়ারি ০২ ১৭:৩৬:৫৯
নওগাঁর মান্দায় এমবি বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নওগাঁ প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নওগাঁর মান্দা উপজেলার ঘোরপল্লী নাড়াডাঙ্গা এমবি (মন্তবিবি) সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওসমান গণি শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাব্বের হোসেন খান, বুড়িদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তিশ কুমার মন্ডল, উপজেলা শ্রমিক লীগ নেতা সামসুল ইসলাম প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, পল্লী চিকিৎসক মজিবর রহমান, আলহাজ্ব ওমর আলী, শ্যামল চন্দ্র সরকার, গোপাল চন্দ্র সরকার, ইউপি সদস্য মাজেদা বেগম, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, গ্রামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের শেষ ইচ্ছে ছিলো তার মা মন্তবিবির। মায়ের ইচ্ছে পুরন করতে নিজস্ব সম্পত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়। বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ সকল কাজে সার্বিক সহযোগিতা করেন বস্ত্র ও পাঠমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবনটি নির্মাণ করে।

উপজেলা শিক্ষা অফিসার ওসমান গণি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ও নতুন বই বিতরণের মধ্যদিয়ে নাড়াডাঙ্গা এমবি (মন্তবিবি) প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম চালু করা হলো। এই দুই শ্রেণিতে পাঠদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে যোগ্যতা সম্পন্ন দুইজন শিক্ষক। বিদ্যালয়টির উন্নয়নে এলাকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

(বিএম/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test