E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইভীর সমর্থন চাইলেন সেলিম-আকরাম

২০১৪ মে ২৯ ২১:৫২:৫৫
আইভীর সমর্থন চাইলেন সেলিম-আকরাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম। দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তিনি বলেন, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জনগণের দাবিতে নির্বাচন করছেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরো বলেন, বিগত সময়ে তিনি সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করেছেন, এখন তিনি তার সমর্থন আশা করছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সমর্থন চেয়েছেন।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ ও বিকেএমইএসহ জেলার ৩৮টি ব্যবসায়ী সংগঠন আয়োজিত এক দোয়া মাহফিলে সেলিম ওসমান এসব কথা বলেন। সেলিম ওসমানের মনোনয়ন পাওয়া উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী, পরিতোষ কান্তি সাহা, শ্রমিক নেতা কাওসার আহম্মেদ পলাশ।

সেলিম ওসমান বলেন, তার বড় ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জ শহর ও বন্দরের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। ভাইয়ের স্বপ্ন পূরণের জন্যই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের মেয়র, সংসদ সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা একসঙ্গে বসতে পারেন না বলেই নারায়ণগঞ্জের উন্নয়ন হয় না। তিনি নির্বাচিত হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

গত ১ মে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান ইন্তেকাল করেন।

(ওএস/এস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test