E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে বিদ্যালয়ের সম্পত্তি লিজ প্রদানের প্রতিবাদে মানববন্ধন

২০১৬ জানুয়ারি ০৩ ১৯:২১:৪৪
গৌরীপুরে বিদ্যালয়ের সম্পত্তি লিজ প্রদানের প্রতিবাদে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি ভূমিদস্যুদের নামে অবৈধভাবে  লিজ দেয়ার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে রবিবার ,৩ জানুয়ারি বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন-ইউএনও অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান করে।

ভূমি উদ্ধারের দাবিতে এ কর্মসূচীতে অংশ নেয় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বক্তরা জানান, ভূমি অফিসের দুই কর্মচারীর নামে আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের জমি অবৈধভাবে লিজ দিয়ে দখলের পায়তারা চালাচ্ছে।

ইউএনও’র প্রতিনিধি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন দ্রুত এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন এ আল মশহুদ আহম্মেদ স্বপ্ন, মোঃ আরিফুল ইসলাম লিংকন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মনিরুজ্জামান পিয়াস, মোঃ মিনহাজ শাহরিয়ার, মোঃ মাসুদ মিয়া, মোঃ নাজমুল আলম, মোঃ তাজুল ইসলাম হৃদয়, লোকমান হোসেন, ইমরান হোসেন, সাখাওয়াত সায়েম, মোঃ রইছ উদ্দিন প্রমুখ।


(এএসএ/এস/জানুয়ারি ০৩,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test