E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করিমগঞ্জ-জকিগঞ্জের খোলা সীমান্ত সিল করে দেয়া হবে

২০১৬ জানুয়ারি ০৪ ২২:০৭:২০
করিমগঞ্জ-জকিগঞ্জের খোলা সীমান্ত সিল করে দেয়া হবে

জকিগঞ্জ প্রতিনিধি :চলতি বছরেই আসামের করিমগঞ্জের খোলা সীমান্ত জকিগঞ্জ-করিমগঞ্জ সিল করা হবে। খোলা সীমান্ত চলতি বছরের মধ্যেই সিল করে দেয়া হবে বলে রবিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পরিদর্শনকালে দুই দিনের সফরে আসামে এসে  করিমগঞ্জ জেলার স্টিমারঘাট বর্ডার আউট পোস্টস (বিওপি) পরিদর্শনকালে একথা জানিয়ে আরও মন্তব্য করেন বলেন, অনেক আগেই উন্মুক্ত সীমান্ত সিল করে দেয়া উচিত ছিল।

অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট দিপঙ্ক নাথের বরাত দিয়ে খবর দ্য স্টেটসম্যানের আরও জানিয়েছে,' নয়া দিল্লিতে গত বছর সেমিনার আয়োজনের সময় মন্ত্রী আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন।' রবিবার তারা মন্ত্রীকে করিমগঞ্জ জেলায় অবস্থিত উন্মুক্ত সীমান্ত দেখিয়েছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন- সীমান্ত চলতি বছরের মধ্যেই সিল করে দেয়া হবে।

এ ব্যাপারে জকিগঞ্জ কাষ্টমসের কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নয়। সরকারের সাথে আলোচনা করে সিল করা হতে পারেও বলে তিনি ধারণা করেছেন। ৪১ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল শাহ আলম বলেন, এই বক্তব্য যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন তাই এই বিষয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য থাকতে পারে। আমাদেরকে এখনো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলেনি।


(এসপি/এস/জানুয়ারি০৪,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test