E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই, আহত ৭

২০১৪ মে ৩০ ১১:২১:০৪
বরগুনায় আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই, আহত ৭

বরগুনা প্রতিনিধি : বরগুনার খাজুরতলা আবাসনে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর সম্পূর্ণ ও চারটি ঘর আংশিক পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত সাতজন।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- মালেক (৪০), রেহেনা (৩০), মেরিনা ও বেল্লালের নাম জানা গেছে।

বরগুনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খাজুরতলা আবাসনের পূর্ব দিকের রেনুবালার ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলিতে ছড়িয়ে পরে।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রয়ণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন-রেনু, হাবিব, স্বপন, মালেক, লাইলি, নাসির, রুহুল, হারুন মিস্ত্রি, খবির খান ও খুশি। তারা জানান, আগুনে পুরে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সকালে সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করেছেন

(ওএস/এইচআর/মে ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test