E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

২০১৬ জানুয়ারি ০৬ ১৮:২৬:০৭
পীরগঞ্জে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে পীরগঞ্জ খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক।

এ সময় চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক ও নবনির্বচিত পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা শাহীন রানা ও প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে সরকারি ভাবে আপদকালীন খাদ্য মজুদের লক্ষ্যে ধান-চাল সংগ্রহ অভিযান অংশ হিসেবে পীরগঞ্জ খাদ্য গুদামে চলতি আমন সংগ্রহ মৌসুমে উপজেলায় ২৯২ জন চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে প্রতি-কেজি ৩১ টাকা দরে ২ হাজার ১৩৬ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(জেএবি/এইচআর/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test