E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় হাটের সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ!

২০১৬ জানুয়ারি ০৭ ১৬:০০:৩৪
মান্দায় হাটের সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাটের সরকারি সম্পত্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। দখলবাজরা গত দুই সপ্তাহ ধরে হাটের জায়গায় অন্তত ২০টি স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখলেও রহস্যজনক কারণে প্রশাসন রয়েছে নিরব। এতে স্থানীয় ব্যবসায়ি মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাবাইহাটের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তার পূর্বপাশে একইস্থানে ইটের তৈরি স্থাপনা নির্মাণ করে ছাদ ঢালাই দেয়া হয়েছে। স্থাপনাগুলো নির্মাণ করেছেন, বাজারের জয়ন্ত কুমার, আব্দুল কাদের, নয়ন, মোস্তফা, আবুল কাসেম, আফসার আলী, মানিক, রবিন কুমার, ডালিম, আইয়ুব আলীসহ ১২ ব্যক্তি। হাটের অন্য জায়গায় জবরদখল করে আলহাজ্ব নজরুল ইসলামসহ আরো কয়েকজন নির্মাণ কাজ শুরু করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে এ মহোৎসব চললেও স্থানীয় প্রশাসন রয়েছে নিরব। দখলের মহোৎসব অব্যাহত থাকলে হাটের জায়গা সংকুচিত হয়ে যাবে। চরম ভোগান্তি পোহাতে হবে হাটুরেদের।

ব্যবসায়িদের অভিযোগ, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার জমির খাজনা ও অন্যান্য কাজে ভারশোঁ-তেঁতুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাবাইহাটে অবস্থান করেন। হাটের জায়গা দখলের বিষয়টি অবহিত হলেও রহস্যজনক কারণে তিনি কোনো ব্যবস্থা নেন নি।

ঘরনির্মাতারা জানান, পাকা স্থাপনা নির্মাণের পক্ষে তাদের কোনো কাগজপত্র নেই। প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করছেন তারা। দখলদার নজরুল ইসলাম বলেন, হাটের জায়গায় অন্যরা ঘর নির্মাণ করছেন। তাদের দেখাদেখি তিনিও পাকাস্থাপনা নির্মাণের কাজ শুরু করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম জানান, হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে তদন্ত করে নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test