E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা!

২০১৬ জানুয়ারি ০৮ ১৮:১২:৩০
বালিয়াকান্দিতে চক্ষু চিকিৎসার নামে প্রতারণা!

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মাশালিয়া বাজারে ঢাকা মেট্রো লায়ন চক্ষু হাসপাতালের উদ্যোগে শুক্রবার এক চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে।  বৃহস্পতিবার দিনভর বালিয়াকান্দির বিভিন্ন স্থানে মাইকিং করে চক্ষু শিবিরের প্রচারনা চালায় ডাক্তার মোঃ রেজাউল করিম, ঢাকা মেট্রো লায়ন চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। ঘোষনা শুনে আজ শুক্রবার ১০.০০ ঘটিকা থেকে সেখানে সেবা নিতে আসা রোগীরা ভীর করতে থাকে।

এ সময় মশালিয়া বজারের পরিত্যক্ত এক বিদ্যালয়ে ডাক্তার রোগীদের ব্যবস্থাপনাপত্র প্রদান করেন এবং বিনামূল্যে চিকিৎসা দেবার কথা ঘোষনা করেও প্রত্যেক রোগীর কাছ থেকে ৩০ টাকা করে নিয়ে নাম লিপিবদ্ধ করেন।

কার অনুমতি নিয়ে এখানে চক্ষু সেবার আয়োজন করেছেন ডাঃ মোঃ রেজাউল করিমের কাছে এমন প্রশ্ন করা হলে, তিনি বলেন আমার সহকারী সব জানে। ডাক্তারের সহকারী বলে আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে এসে আমাদের অনুমতি পত্র আপনাকে দেখাবো বলে মসজিদে প্রবেশ করেন। নামাজ শুরু হবার সাথে সাথে তিনি ভ্যান যোগে মাশালিয়া বাজার ত্যাগ করতে চাইলে জনগন বলেন আমাদের টাকা ফিরিয়ে দিয়ে যান। জনগনের চাপের মুখে টাকা ফেরৎ দিয়ে অনুমতিপত্র আনতে গেলেও ৪.৫৬ ঘটিকা পর্যন্ত তাঁদের আর মাশালিয়া বাজারে দেখা যায় নি।

এমন সময় লক্ষনদীয়া গ্রামের সোনবানু এই প্রতিবেদকে বলেন, আপনি আগে থেকে আসলে আমাদের এলাকার অনেকগুলো টাকা বেঁচে যেত। আরেক ভুক্তভোগী খোদেজা বেগম (৭৬) উত্তরাধিকার ৭১ নিউজের প্রতিনিধীকে জড়িয়ে ধরে বলেন, “বাবা, তুমি না আসলে আমার সব শেষ হয়ে যেত, ভুয়া ডাক্তার আমাকে বলেছে চোখে ছানি কালই ঢাকা যেতে হবে সেখানে ৮০০০টাকা দিয়ে অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। এখন বুঝেছি এই ডাক্তার ভুয়া ডাক্তার।”

(ডিবি/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test