E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় থানায় বাংলাদেশী কৃষক আটক 

২০১৬ জানুয়ারি ০৯ ১৭:৫৪:২৫
ভারতীয় থানায় বাংলাদেশী কৃষক আটক 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তরিকুল ইসলাম (৪৪) নামে এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে ভারতীয় থানায় সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কৃষক তরিকুল ইসলাম পোরশা উপজেলার নিতপুর ইউপির চকবিষ্ণুপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রতিদিনের ন্যায় তরিকুল ইসলাম নীতপুর সীমান্তের ২৩১/২৩২ নং মেইন পিলারের পার্শ্বে তার নিজ জমিতে কাজ করছিল। বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে আটক করে নিয়ে যায় এবং রাতেই তাকে ভারতীয় থানায় সোপর্দ করে।

এ বিষয়ে বিজিবি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল হাসান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরিকুল ইসলামকে ফেরত পেতে বিএসএফের নিকট প্রথমে আমরা চিঠি পাঠিয়েছিলাম। পরে পতাকা বৈঠক করেছি। এমনকি আমাদের অধিনায়ক পর্যায়েও কথা হয়েছে। তারা তরিকুল ইসলামকে ফেরত দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

(বিএম/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test