E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৫০শয্যা হাসপাতালের সেবাচালুর দাবিতে মানববন্ধন

২০১৬ জানুয়ারি ১০ ১১:৪৯:১৫
গৌরীপুরে ৫০শয্যা হাসপাতালের সেবাচালুর দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবন উদ্বোধন নয়, চিকিৎসা সেবা চালুর দাবিতে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ ও যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে শনিবার (৯ জানুয়ারি) সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অবিলম্বে ৫০শয্যার সেবা, বিকল অ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিন সচল, চিকিৎসক সংকট দূরীকরণ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের দাবি জানান।

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি গৌরীপুর শাখার সভাপতি হারুন আল বারী, ন্যাপ’র উপজেলা সভাপতি ওয়ালী উল্যাহ, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর সংগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, আব্দুল লতিফ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজ, উদীচীর সাধারণ সম্পাদক ওয়াবদুর রহমান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীর, প্রিজম ফকির প্রমুখ।




(এসআইএম/এস/জানুয়ারি১০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test